1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

ঢাকায় অপহৃত দুই বোনকে দশমিনা থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

পটুয়াখালী বিশেষ প্রতিনিধি মোঃমেহেদী হাসান

রাজধানীর কদমতলী এলাকা থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পটুয়াখালীর দশমিনা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দশমিনা থানা পুলিশের কাছে দুই বোনকে হস্তান্তর করে র‍্যাব।একইদিন রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।র‍্যাব জানিয়েছে রাজধানীর কদমতলী এলাকা থেকে ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদের অপহরণ করা হয়েছিল। র‍্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করে।লে. কর্নেল মুনীম জানান, ঘটনার দিন দুই বোন তাদের নানি ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানি বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফিরে যাননি। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তাদের বাবা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।তাদের দুজনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের শনাক্তে কাজ করছে র‍্যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park