ঠাকুরগাঁও প্রতিনিধি :
রানীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে হোসেনগাও ইউপির অন্তর্গত উওরগাও (পাতাহারা পুকুর) গ্রামস্ত জনৈক মোঃ বরকত আলী (৬০), পিতা-মৃত হাকিম উদ্দীন বিশ্বাস, সাং-উওরগাঁও এর বসতবাড়ী সংলগ্ন পূর্বপাশের আম গাছের নিচ থেকে ৪০(চল্লিশ ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামি মোঃ বাদশা (৩০), পিতা- মোঃ গাজিউর রহমান গাজু, মাতা- মোছাঃ আলীয়ারা, স্থায়ী: গ্রাম- রাউতনগর, উপজেলা/থানা- রাণীশংকৈল, জেলা -ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।