ইন্তাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁ 3 (পীরগঞ্জ ও রানীশংকৈল ) আসনে বর্তমান সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ মোট 6 জন মনোয়ন পত্র দাখিল করেন। বৃহস্পতিবার 30 নভেম্বর মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা শাহরিয়ার নজির এর নিকট জমা করেন। জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ প্রাণ গোপাল চন্দ্র রায়, বিকল্প ধারা বাংলাদেশ প্রার্থী এস এম খলিলুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী চেয়ারম্যান শেখ সালাউদ্দিন। সকল প্রার্থীগণ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ দলের সমর্থকদের নিয়ে মনোয়ন পত্র জমা করেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মোছা আশা মনি রানীসংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা রাকিবুল হাসান নিকট একই দিনে মনোনয়নপত্র জমা দেন। ঠাকুরগাঁও ৩ আসনের মোট ভোটার 3 লক্ষ 45 হাজার 2 শত 67 জন ভোটার রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী 7 জানুয়ারি সি ইসির তথ্যমতে
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান