1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের এমফিল ডিগ্রি অর্জন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩১ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::

ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করেছেন। চলতি বছরের জুলাই মাসে এ ডিগ্রী লাভ করেন তিনি।

তাঁর গবেষণার বিষয় ছিল “ইসলামী সমাজ বিনিমার্ণে জুম্মার খুৎবার ভূমিকাঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ”। আর এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান। তাঁর এই ডিগ্রী অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও মহলের ব্যক্তিগণ।

উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান ১৯৯৫ সালে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ছারছীনা আলীয়া মাদরাসা হতে হাদীস বিভাগে প্রথম ও তাফসির বিভাগ হতে প্রথম শ্রেনী অর্জন করেন। এরপর ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রীতে প্রথম শ্রেনীতে ১৯তম স্থান ও মাষ্টার্স এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার খোশবাজার এস.ডি . কামিল মাদরাসায় হেড মুহাদ্দিস ও ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম ও খতীব হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান জানান, গেল জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করি। আমার ইচ্ছা আগামীতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান থেকে পিএইচডি করা। তাই তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park