1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শ্রম প্রতিমন্ত্রীর সভা বয়কট সাংবাদিকদের

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর শিশুশ্রম নিরসনবিষয়ক মতবিনিময় সভায় আসন না দেওয়া এবং ঢুকতে না দেওয়ার প্রতিবাদে কর্মসূচি বয়কট করেছেন স্থানীয় সংবাদিকরা।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে সভাকক্ষ ছেড়ে এসে ডিসি কার্যালয়ের নিচে ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছু সময় কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় সাংবাদিকরা বলেন, আমাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি।

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, ‘ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সব সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। এরপরও তাদেরকে বসার কোনো জায়গাও রাখা হয়নি। এরই প্রতিবাদে আজ রবিবার আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি।’

সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ‘আজ রবিবার শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি। এটি গণমাধ্যমের জন্য একটি হুমকিস্বরূপ। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বলেন, ‘আজকে জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরও আমরা সেই অনুষ্ঠানে প্রবেশ করি এবং সাংবাদিকদের জন্য কোনো ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি। এরই প্রতিবাদে আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করেছি। জেলা প্রশাসক মহোদয় অবশ্যই এটার একটি সুষ্ঠু ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park