ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের যৌদ্দপীর গোরস্তানে ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গোরস্তানে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে যৌদ্দপীর গোরস্তানে কে বা কারা ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ এস আই সজল বসাক জানান কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে অফিসার ইনচার্জ মহোদয় আমাকে ঘটনা স্থলে পাঠিয়েছেন, আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে ১০ টি কবর খুঁড়ার সত্যতা পেয়েছি এবং এ বিষয় ওসি মহোদয়কে অবগত করেছি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, বেশ কিছু পুরাতন কবরের মাটি খোঁড়া এবং পূনরায় ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কি হয়েছে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।
উল্লেখ্য এর আগে, গত বছরের ২৯ আগস্ট একই গোরস্থানে ১৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় মামলা হয়েছে।