ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
বিলুপ্ত প্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা নতুন প্রজন্মের কাছে দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছে। ঐতিহ্যকে ধরে রাখতে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় আয়োজন করা হয় পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা।
বৃহস্পতিবার,৫ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় যুবকদের আয়োজনে জগন্নাথপুর ইউনিয়নের বাঁশগাড়া পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।
সরেজমিন দেখা যায়, পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় আয়োজকরা। হাঁসটি ধরতে ঝাঁপিয়ে পড়ে ২০ জনের একটি দল। পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকে। হাঁস ধরতে শুরু হয় হৈচৈ। প্রতিযোগীরা কখনো সাঁতার আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পেছনে।
খেলা দেখতে আসা রেজাউল করিম জানান, বেশ কয়েক বছর আগে পুকুরে হাঁস খেলা দেখা যাচ্ছিল, কিছুদিন ধরে আর দেখা যাচ্ছে না। আমি বাজারে শুনলাম বাঁশগাড়া পুকুরে নাকি হাঁস খেলা হবে, এজন্যই আসছি খেলা দেখতে। খেলা দেখে খুবই ভালো লাগল। এটা হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য খেলা।
উল্লেখ্য, ৩০ টাকা করে টিকিট কেটে ২০ জনের একটি দল পুকুরে নামে। আয়োজকরা পুকুরে একটি হাঁস ছেড়ে দেয়। পানিতে ডুবে যে হাঁস ধরতে পারবে, সে হাঁসটি পেয়ে যায়।