ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের অন্যতম স্বনামধন্য উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র নির্বাহী পরিচালক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাবেক নেতা সরকারপাড়ার বাসিন্দা মো: রবিউল আযম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন। শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তিনি শাহী হিমাগার লি: এর চেয়ারম্যান মো: আরমান হোসেন সোহেলের শ্বশুর ।
তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে এক কন্যা সন্তান, আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বাদ মাগরিব সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার গড়েয়া রোড সংলগ্ন সালন্দর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা পাশের গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করার কথা রয়েছে।