২৭ আগস্ট ২০২৩ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে কালিহাতী উপজেলার বালিহাটি বাজারে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ০১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১৫,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানোসহ লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।