মঙ্গলবার(১০অক্টোবর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক জানান, উপজেলার ভাবলা লৌহজং নদী থেকে বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। এসময় বাল্কহেডে কোন ব্যাক্তিকে না পেয়ে দুইটি বাল্কহেডের মালামাল বিনষ্ট করা সহ ব্যাটারী জব্দ করা হয়েছে। স্থানীয় বালু ব্যবসায়ী শাহ আলম মোল্লা ও মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের বাল্কহেডের মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে অভিযান চলমান থাকবে।
স্থানীয় হায়াতপুর গ্রামের আমজাদ হোসেন নামে একজন বলেন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন এই বালু অন্য জায়গা থেকে কিনে আনে পরে এখানে ওই বালু বিক্রির কথা বলে বাহিরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়।
কুরিঘড়িয়া গ্রামের ছানোয়ার হোসেন নামে একজন বলেন,মহাসড়কে কাজের জন্য বালু দেওয়ার কথা বলে তারা নদী থেকে বালু উত্তোলন করে বাহিরে বিক্র করে দিচ্ছে। নদীর পাশে থাকা বাড়ি-ঘর,ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান,আজকে আমরা অভিযান পরিচালনা করেছি,সামনে আবার কেউ এধরনের অবৈধ বালু ঘাট চালানোর চেষ্ঠা করলে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান