1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার পেল ৪১০০ কৃষক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধি :-

২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্রা, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ৪হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। বুধবার(৬নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

কৃষি প্রণোদনা মধ্যে ২১০০জন কৃষককে জনপ্রতি ১কেজি সরিষা, ১০কেজি এমওপি, ১০কেজি ডিএমপি, ২০জন কৃষককে ১কেজি পেঁয়াজ, ১০কেজি এমওপি, ১০কেজি ডিএমপি,১৫০জন কৃষককে ২০কেজি গম, ১০কেজি এমওপি, ১০কেজি ডিএমপি, ১৪০জন কৃষককে ২কেজি ভুট্রা, ১০কেজি এমওপি, ১০কেজি ডিএমপি প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণমাধ্যমে কর্মিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park