মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বাড়ীঘর ভেঙ্গে ক্ষতিগ্রস্তের মাঝে নগদ অর্থ প্রদান করলেন শেরপুর-৩ আসনের সংসদ এ.ডি.এম শহিদুল ইসলাম। সোমবার (৮জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এর কার্যালয়ে এই অর্থ বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা: কামাল হোসেন, রাজু আহম্মেদ মহির, প্রমুখ।
উক্ত নগদ অর্থ বিতরণে দিঘীরপাড় নদীর পশ্চিম পাড়ে ঢলে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ২০হাজার টাকা করে, দুই পরিবারকে ১০হাজার টাকা করে এবং এক পরিবারকে ৫হাজার টাকা প্রদান করা হয়।