নুরুল ইসলাম কক্সবাজার
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
সোমবার দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তযোদ্ধা পরিবারকে পাঁচ হাজার টাকা করে দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার সম্মানীভাতা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান