মোঃ সবুজ আলী
উপজেলা প্রতিনিধিঃ-
কুষ্টিয়া খোকসায় জানিপুর কমলাপুর যুবসংঘ ও লাইব্রেরী ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় জানিপুর পুরাতন ইউনিয়নের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল গফুর (ওসি তদন্ত ) খোকসা থানা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা
সামদুল আলম (আক্কাস) প্রতিষ্ঠাতা সভাপতি জা:ক:লা:ফু:টু, আব্দুল ছালাম সাবেক সভাপতি জা:ক:লা:ফু:টু,
হাশেম আলী সাবেক সভাপতি,জা:ক:লা:ফু:টু
জামাল উদ্দিশ সাবেক সাধারন সম্পাদক জা:ক:লা:ফু:টু সেলিম হোসাইন সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড খোকসা পৌরসভা,আরমান হোসেন আহবায়ক জা:ক:লা:ফু:টু, মোঃ সাগর হোসেন সদস্য সচিব জা:ক:লা:ফু:টু উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করে তাদের মধ্যে রয়েছে পাংসা ফুটবল একাদশ বনাম নাফিজা স্পোর্টস ক্লাব কুমারখালী। উক্ত খেলায় ২ গোলে জয়লাভ করে নাফিজা ফুটবল একাদশ কুমারখালী । খেলা শেষে ক্রিয়া ব্যক্তিত্ব নাফিজ আহমেদ খান রাজু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দদের হাত থেকে ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেরা গোলদাতাদের হাতে পুরস্কার তুলে দেন ।
খেলার ধারা বিবরণী দেন- মমিন হোসেন ডালিম
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান