ওসমান গনি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:-
কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তাছবীর হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। এসময় মাধাইয়া এলাকায় অবৈধভাবে পার্কিং ও মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করে মোটরযান পরিচালনার অপরাধে এক জনকে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর নামক স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া মাধাইয়ায় বাজার মনিটরিং করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।