আজ ৩ ফেব্রুয়ারি ২০২৪ বেলা ১১টায় নোয়াখালী জেলার অন্তরগত চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের আফতাবের নেছা দাখিল মাদ্রায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা, চাটখিল-সোনাইমুড়ীর গণমানুষের নেতা, চাটখিল উপজেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান, নোয়াখালী জেলার টানা দুই বারের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, নোয়াখালী জেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সাবেক সন্মানিত সদস্য, চাটখিল উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সন্মানিত সভাপতি, একটিভ গ্রুপ অব ইন্ডাস্ট্রি এবং একটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর কবির।
দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা একান্ত দরকার।
আর তাই চাটখিল উপজেলার শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিংবাহুড়া গ্রামের আত্তাবেন নেসা দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির এর একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে বার্ষিক পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।