২৭/০৯/২০২৪ খ্রি
চল্লিশ হলো পরিনত বয়স
একজন মানুষেরই,
ভাটার টান পড়তে থাকে
ইহার পর পরই।
তাগড়া যুবকের মতো সে
চল্লিশে কাজ করে,
পেরুলে চল্লিশ শক্ত গতি
অনেক নুয়ে পড়ে।
বিশ বাইশ পঁচিশ তিরিশ
ও হে তরুণের দল,
দেশের তরে কর্মের গতি
বাড়িয়ে তোরা চল।
মজবুত বাহুর দৃঢ় থাবা
ঠেকানো সাধ্য কার?
যৌবন হলো প্রভুর দেয়া
সেরা এক উপহার।
চল্লিশে কেউ হতে পারে
ইস্পাত শক্ত কঠিন,
চুরাশিতেও সিদ্ধান্ত নেয়া
নয় কোনো অচিন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান