নুর আলাম বিপ্লব নোয়াখালী –
ঘূর্ণিঝড় মিথিল এর প্রভাবে গতকাল ১৬ ই নভেম্বর( বৃহস্পতিবার) সন্ধ্যে থেকে গুটি গুটি বৃষ্টি শুরু হয়,, রাত বারোটা থেকে বৃষ্টির সাথে বাতাসের বেগ বেড়ে যায়, কবিরহাট উপজেলার দক্ষিণ অঞ্চলে কৃষকের লালিত স্বপ্ন চলতি মাসের শেষে ধান কেটে ঘরে তুলবে,ধান গুলো পরিপূর্ণ হচ্ছিল, ,গত ১৬ ঘন্টার বৃষ্টির সাথে প্রবল বাতাসে ধানগাছ গুলো পড়ে যায়, এতে কয়েক লক্ষ হেক্টর আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে, কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২:০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে এক জরুরী সভা ডাকা হয়, সবায় ঘূর্ণিঝড়ের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়,। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসল ছাড়া অন্য কোন ক্ষয়ক্ষতি এখনো হয় নাই, আমি নিয়মিত ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখতেছি,এবং আশ্রয়ন প্রকল্পগুলোতে খোঁজখবর নিচ্ছি।