1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

গোটা দেশের মতো নড়িয়া উপজেলায় পবিত্র আশুরা পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৫১ বার পঠিত

মু আ হা ইবনে জালাল নড়িয়া উপজেলা প্রতিনিধি,শরীয়তপুর।

গতকাল ১৭ জুলাই ২০২৪ খ্রি ১০ মুহররম ১৪৪৬ হিজরি রোজ বুধবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদ যেমন; নড়িয়া পৌর শহর কেন্দ্রীয় জামে মসজিদ, নড়িয়া উপজেলা মডেল জামে মসজিদ, নড়িয়া থানা জামে মসজিদ, নড়িয়া সরকারি কলেজ জামে মসজিদ,নড়িয়া এস আর জামে মসজিদ, নড়িয়া নদীর পাড় জামে মসজিদ,উত্তর নড়িয়া জামে মসজিদ,দক্ষিণ নড়িয়া মুন্সী বাড়ী জামে মসজিদ, পূর্ব নড়িয়া জামে মসজিদ,নড়িয়া খান বাড়ী বাড়ৈ পাড়া জামে মসজিদ,বাংলাবাজার মাদ্রাসা জামে মসজিদ,৪৫০ বছরেরের প্রাচীণ ঐতিহাসিক বন্দর ভোজেশ্বর নূরে মদীনা জামে মসজিদ,ভোজেশ্বর দক্ষিণ বাজার জামে মসজিদ,ভোজেশ্বর মাদ্রাসা নদীর পাড় জামে মসজিদ,বিঝারী বাজার জামে মসজিদ,কাঞ্চন পাড়া বাজার জামে মসজিদ, গুলমাইজ চেয়ারম্যান বাজার জামে মসজিদ,প্রাচীণ গুলমাইজ মাদ্রাসা জামে মসজিদ,গোলার বাজার জামে মসজিদ, আহমদ নগর দাখিল মাদ্রাসা মাদ্রাসা জামে মসজিদ,নওগাঁ মান্ডা মাদ্রাসা জামে মসজিদ,রোকনপুর মাদ্রাসা জামে মসজিদ, মির্জা পুর জামে মসজিদ,যোগ বাট্টা হাসানিয়া মাদ্রাসা জামে মসজিদ, গৌরাঙ্গ বাজার জামে মসজিদ,ভূমখাড়া মাদ্রাসা জামে মসজিদ,চাকধ বাজার জামে মসজিদ,পন্ডিত সার বাজার জামে মসজিদ,ঘরিসার বাজার জামে মসজিদ, সুরেশ্বর দরবার শরীফ জামে মসজিদ, সুরেশ্বর বাজার জামে মসজিদ, চন্ডীপুর বাজার জামে মসজিদ,কেদারপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ,কেদারপুর তা,লিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা জামে মসজিদ,মজিদ শাহ দরবার জামে মসজিদ,শতাধিক বছরের প্রাচীণ বেপারী বাড়ী জামে মসজিদ,কেদার পুর আল কোরআন একাডেমি মাদ্রাসা জামে মসজিদ,কলুকাঠি চিড়িয়াখানা জামে মসজিদ এবং দেড় শতাব্দীর প্রাচীণ ঐতিহাসিক মুলফতগন্জ মাদ্রাসা কমপ্লেক্স দারুস সালাম জামে মসজিদ সহ প্রায় পাঁচ শতাধিক মসজিদে সম্মানিত ইমাম ও খতীব গণের মাগরিব ও এশা নামাজের পরে পবিত্র কোরআন তেলাওয়াত,আলোচনা,মিলাদ মাহফিল,কবর জিয়ারত,দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত এবং তাবাররুক বিতরণের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়।

আলোচনা প্রসঙ্গে মুলফতগন্জ দারুস সালাম জামে মসজিদ এর ইমাম ও খতীব জনাব মাওলানা মোঃ মাহমুদুল হাসান সালহী বলেন,আহলে বাইত হোসাইন (রাঃ) তিনি অন্যায়ের কাছে মাথা নত না করার প্রতীক। যা তিনি জীবন দিয়ে বিশ্ববাসী কে বুঝিয়ে গেছেন।তার শিক্ষা ই হচ্ছে অন্যায়ের কাছে মাথা না নোয়ানো। তিনি আরো বলেন,ইয়াজিদ বাহিনী কে তিনি ০৩ টি প্রস্তাব দিয়েছিলেন,০১* আমাকে ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলতে দাও ০২* আমাকে মদিনায় ফিরে যেতে দাও ০৩* আমাকে অন্য কোনো মুসলিম দেশে যেতে দাও।ইয়াজিদ বাহিনী কোনো প্রস্তাব না মেনে তাকে সহ নারী পুরুষ শিশু মিলে ৭২ জন কে কারবালা ময়দানে ফোরাত নদীর তীরে তাদের কে শহীদ করে দেয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park