লালমনিরহাট প্রতিনিধিঃ
সোমবার (২ ডিসেম্বর) ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ফলে এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তার দুই কর্মকর্তা হলেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ এর আগে, এদিন সকালে অভিযুক্তদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন।ওইদিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয়। আবেদন দুটি মঞ্জুর করে আদালত তাদের হাজির করতে নির্দেশ দিয়েছেন। এ দিকে আলেপের বিরুদ্ধে শত কোটি টাকা অবৈধ ভাবে আয় করেছেন বলে যানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চায়না বাজার এলাকায় রেলের জমি দখল সহ প্রায় ১ শত একর জমি কিনেছে আলেপ তার ছোট ভাই আলতাফের নামে।নামে বেনামে রয়েছে আলেপের শত শত একর জমি ও ব্যবসা প্রতিষ্টান, আলেপের টাকায় কোটি কোটি টাকার পাট কিনে মজুদ রেখে পরে তা বেশি দামে বিক্রি করে আলেপের ভাই আলতাফ, আলতাফ কে গ্রেফতার করলে বেরিয়ে আসবে আলেপের সম্পত্তির হিসাব। রাজারহাট চায়না বাজার এলাকার সাধারন মানুষ কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার সহ গোয়েন্দা সংস্থার নিকট দাবী জানান অনতি বিলম্বে সাবেক Rab কর্মকর্তা আলেপের ভাই আলতাফ কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান