মো:রাতুল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
আজ ৩১ জানুয়ারি, ২০২৪ ইং রোজ বুধবার,লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ এস, এস, সি ব্যাচের বিদায় ও নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জনাব মোঃ আসাদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
জনাব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান,(প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়।)
জনাব আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ সরকার (সাবেক প্রধান শিক্ষক) লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়।
জনাব আলহাজ্ব মোঃ আব্দুল সালাম সরকার (সাবেক প্রধান শিক্ষক)লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়।
জনাব মোঃশাহিদুল ইসলাম , (প্রধান শিক্ষক)পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়
জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান সরকার (অধ্যক্ষ)লেংগা বাজার আইডিয়াল কলেজ।
আরও উপস্থিত ছিলেন লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দু এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে আসাদুজ্জামান সরকার এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের দিকনির্দেশনা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়,নহে বিচ্ছেদের ভয়ে। শুধু সমাপন আজকের বিদায়ী অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি আমার সহকারী শিক্ষকবৃন্দ সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই আমার হৃদয়ের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। বিদায় মানে যে বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়ে কে দুঃখ ভারাক্রান্ত করে, দুচোখ হয় অশ্রু সজল। আজ তোমাদের বিদায় বেলা,বিদায় অনুষ্ঠান।
এই বিদায় অনুষ্ঠান কেবল ক্ষণিকের আজীবনের জন্য, হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয় থেকে যাবে। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের অমৃত সম্ভাবনা মিলে ধরায়,নিজের যোগ্যতা, মেধাও পরিশ্রম নিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ।
এই বিদায় নেয়াটাও যোগ্যতার,দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে, পড়াশোনা করে তোমরা এক একটা ধাপ উত্তীর্ণ হয়ে আজ বিদায়ের লক্ষ্য উপস্থিত হয়েছো আরো সামনের দিকে এগিয়ে যাবার জন্য। বিদ্যালয়ের প্রতিটি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে, এই বিদ্যালয়ের এর প্রাঙ্গনে তোমরা ভরিয়ে রেখেছো তোমাদের সবার উপস্থিতি মাধ্যমে, সব ভালো পড়াশোনা পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভার মাধ্যমে এই বিদ্যালয়কে তোমরা গর্বিত করেছ, সম্মানিত করেছ আমাদের সকলকে।
এই বিদ্যালয় থেকে তোমাদের শারীরিক বিদায় হলেও বিদ্যালয়ের অঙ্গন থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না। এই জীবনের খেলাঘরে এই বিদায় যতটা দুঃখের ঠিক ততটা আনন্দের কারণ জীবনের অমৃত সম্ভাবনা দেখে তোমরা এগিয়ে যাবে, মুঠো মুঠো কুড়িয়ে নেবে জীবনের সাফল্য সুধা। এই বিদ্যালয়ের প্রাঙ্গণ তোমাদের কখনোই ভুলবেনা।
আকাশে উজ্জ্বল নক্ষত্রের মত, বাগানে ফুটে থাকা ফুলের সৌন্দর্যের মতো আমরা আমাদের হৃদয়ের তোমাদের আজীবন রেখে দেবো তোমরা আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে, তোমাদের এই বিদায় শুভ হোক।