নিতীশ সূত্রধর : স্টাফ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১
গন্ডা সমাজকল্যাণ যুব সমিতিতে টেলিভিশন প্রদান করলেন কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম (সুমি)।
১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর কেন্দুয়া উপজেলার গন্ডা বাজারের সমাজকল্যাণ যুব সমিতির কার্যালয়ে টেলিভিশন প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,গন্ডা ইউপি পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম কল্যান,গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুমন,সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি মোঃ মনির হোসেন,কামরুজ্জামান রন্জু প্রমুখ ।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে সমিতির কর্তৃপক্ষের হাতে টেলিভিশন তুলে দেওয়া হয়।
এ সময় সমাজকল্যাণ যুব সমিতির সকল সদস্যসহ গন্ডা ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।