পলাশ ( নরসিংদী) প্রতিনিধি,
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল- পলাশ সারকারখানা পরিদর্শন করেন শিল্প উপদেষ্ট্রা মোহাম্মদ আদিলুর রহমান খান, ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে তিনি সারকারখানার বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বিফিং করেন, বিফিং কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্ট্রা জানান, দেশে কোন ইউরিয়া সারের সংকট নেই, গত সারে পনেরও বছরে দেশে এমন কোন সেক্টর নেই যেখানে কোন দূনীর্তি হয়নি, আমরা দেশকে একটা স্হিতিশীলতায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি,দেশে গ্যাসের সল্পতা রয়েছে, বিগত দিনে বাপেক্সকে শুধু বসিয়ে রাখা হয়েছিল , কোন নতুন গ্যাস উওলন করা হয়নি, আমরা ভোলা থেকে কিছু গ্যাস উওলন করার চেষ্টা চালাচ্ছি, এতে দেশের গ্যাস স্বল্পতার সংকট অনেকটা কমে আসবে, সারকার খানা পরিদর্শন কালে শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সহ সারকারখানা, বিসিআইসির কর্মকর্তারা উপস্হিত ছিলেন, পরে ঘোড়াশাল ও পলাশ সারকারখানার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিংএ মিলিত হন,
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান