শুভ্র মজুমদার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা হলরুমের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিনামূল্যে বীজ ও সার বিতরণের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে অনুপ্রাণিত করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, কৃষি প্রণোদনার আওতায় ৬,৪৭০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, ও খেসারির বীজসহ সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে গমের জন্য ৪০০ জন, ভুট্টার জন্য ১০০ জন, সরিষার জন্য ৫,৬০০ জন, সূর্যমুখীর জন্য ৫০ জন, চিনাবাদামের জন্য ১০০ জন, শীতকালীন পেঁয়াজের জন্য ২০ জন, মসুরের জন্য ১০০ জন এবং খেসারির জন্য ১০০ জন কৃষক অন্তর্ভুক্ত আছেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন।