1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে ময়লার ভাগাড়

  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

মাহবুব হাসান খান সফিপুর প্রতিনিধি:- সিটি কর্পোরেশন কোনাবাড়ী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচের অংশ দুর্গন্ধ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

কোনাবাড়ী বিসিক শিল্প নগরী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হাজার হাজার মানুষ বিভিন্ন পরিবহন অটোযোগে আসা যাওয়া করে। কোনাবাড়ী ময়লার দুর্গন্ধর কারণে নাক চেপে ধরে যাত্রীরা চলাফেরা করতে হয়।

পাশেই রয়েছে তিনটি প্রাইভেট হাসপাতাল। দুর্গন্ধর কারণে এখানে প্রতিদিন আসা রোগী ও সাধারণ জনগণের রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধায় পরতে হয়।

এমনিতেই ময়লার গন্ধের কারণে সমস্য হয়, পাশেই আবার প্রসাবের জায়গা করে নিয়েছে পথচারীসহ হকার-দোকানদার। ময়লা কুকুর-বিড়াল ময়লা নাড়া-চারায় বিব্রতকর অবস্থায় পরতে হয় মানুষদের।

পথচারী ইয়াকুব আলী বলেন, ময়লার দুর্গন্ধর জন্য এই রাস্তা দিয়ে নাক চেপে ধরে যেতে হয় দেখার কেউ নেই।

অটোচালক নূর আলম বলেন, এখানে শুধু ময়লা ফেলা হয় না, প্রসাবও করেন। আমরা আপনাদের মাধ্যমে সিটি কর্পোরেশন এবং কাউন্সিলরের দৃষ্টি আকর্ষন

করে বলতে চাই সবাই দেখেও না দেখার ভান করে চলে যায় তাহলে আমরা কোথায় যাবো।

ময়লার বিষয় জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল আমীন তপন মুঠোফোনে বলেন, এটা সিটি কর্পোরেশনের কাজ, নির্বাচনের আগে নিজের টাকা খরচ করে পরিষ্কার করিয়েছি। আমার বাবা এতো টাকা রেখে যায়নি যে আমি পরিষ্কার করাবো।

সচেতন জনগণের মতামত নির্বাচনের আগে পরিষ্কার করার কাজ করে কাউন্সিলর সাধারণ মানুষদের আইওয়াশ করেছেন বলে দাবি করেন, দ্রুত এই ময়লা সম্প্রসারণ অন্যত্র সরানোর দাবি জানায়

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park