নিতীশ সূত্রধর : ষ্টাফ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-০৩ আসনের এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য,বাংলাদেশ যুব মহিলালীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি,অধ্যাপক অপু উকিল।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সপ্তমী পূজার উৎসব পরিদর্শন করেন তারা।
এ সময় কেন্দুয়া ও আটপাড়ার ভক্তদের নিকট থেকে মন্দিরে পূজার আইনশৃঙ্খলা ও পরিবেশের খোঁজখবর নেন ও মতবিনিময় করেন। উকিল দম্পতি উপস্থিত নেতাকর্মী ও ভক্তদের সঙ্গে বসে সপ্তমী পূজার প্রসাদ গ্ৰহণ করেন।
উৎসবে উপস্থিত নেতাকর্মী ও ভক্তদের উদ্দেশে সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি বলেন, ‘দুর্গাপূজা উৎসবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। পূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বরদাশত করা হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সবার সমাগমে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবার উচিত এ উৎসবের আয়োজন ও মর্যাদা রক্ষা করা।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান