1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

কালিহাতীর খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম ও অভিভাবক ছাউনি উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম এবং অভিভাবক ছাউনি উদ্বোধন উপলক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ ডিসেম্বর (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর রহমান শাহীন, সমাজসেবক সামসুল আলম ফকির এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান ও আব্দুস সালাম। স্থানীয় গণমাধ্যমকর্মী শুভ্র মজুমদার ও ব্যবসায়ী কমল সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মিজানুর রহমান।

একই দিনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি-২০২৪ উদযাপন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

শুভ্র মজুমদার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park