শুভ্র মজুমদার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র দামোদর মাসের (কার্তিক মাস) সমাপ্তি উপলক্ষে কেন্দ্রিয় জয়কালী মন্দিরে আয়োজিত ভক্তসেবা ও দীপদান উৎসব ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের জন্য বিশেষ পূজা, উপবাস ও দীপদান পালিত হয়।
মাসব্যাপী উপবাস, ভক্তিমূলক পাঠ এবং প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর মাধ্যমে ভক্তরা তাদের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করেন। মাসের শেষ দিনে জয়কালী মন্দিরে বিশেষ ভক্তসেবা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় কীর্তন পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুদীপ দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরি, সিনিয়র সহ-সভাপতি শাওন সাহা চৌধুরি সাধন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ভোজন আরতীর পাশাপাশি জয়কালী মন্দিরের কীর্তনীয়া জয়দের কর্মকার ও তার দলের পরিবেশিত সুমধুর কীর্তনে মন্দির প্রাঙ্গণ ভক্তির আবহে পূর্ণ হয়ে ওঠে।
ভক্তদের বিশ্বাস, দামোদর মাসে এমন সেবা ও পূজা-অর্চনার মাধ্যমে তাদের পাপমোচন হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। কালিহাতীর এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত।