অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর চাবাগান কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, এই দিনে বাঙ্গালিরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেন। জাতি আজ বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্বরন করেন আত্মদানকারী সেই শহীদদের। সকল বীর মুক্তিযাদ্ধাদের জানাই শ্রদ্ধাঞ্জলি। ১৯৭১ সালে নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।স্বাধীনতার পর থেকে এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে পালন করা হয়। বিএনপি সারা দেশের সর্বস্তরের জনগন জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ অংগীকার বদ্ধ ।
হিন্দু ,মুসলিম,বৌদ্ধ ,খৃষ্টান কোন ভেদাভেদ চাই না। সকল মানুষ কে নিয়ে দেশের কাজ করতে চাই। এখন সময় এসেছে ভাল নেতা নির্বাচন করার, আপনারা যাকে ভালো মনে করবেন তাকেই আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন । ছাত্রদের উদ্দেশ্য বলেন, ছাএ জীবন পড়ালেখা করার সময়। জীবন গঠনের গুরুত্বপূর্ণ সময় ছাএ জীবন। ছাএদের ভালো ভাবে পড়া লেখা করতে হবে। পড়া লেখার করে দেশের সুনাগরিক হতে হবে ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা সোহরাব হোসেন। বক্তব্য রাখেন বিএনপির মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম খান।আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা । অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি দুস্থদের কম্বল ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। জিয়া স্মৃতি পরিষদ সকলের মাঝে খাবার পরিবেশন ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।
অরবিন্দ রায়