1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

কাজিপুরে জমি নিয়ে বিরোধে জেরে ভাইয়ের হাতে বেধর পিটুনিতে গুরুতর আহত হন বোন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-
মোঃ জিহান

সিরাজগঞ্জ জেলা কাজিপুর উপজেলায় চরগিরিশ ইউনিয়ন ভেটুয়া জগন্নাথপুর গ্রামে বন্ধকের জমি নিয়ে বিরোধের জেরে বড় দুই ভাই ও ভাবি কিলগুসি লাথিতে গুরুতরভাবে আহত হন শেফালি খাতুন (৪০)নামে এক গৃহ বধু আহত হয়েছে।আহত শেফালী খাতুন একই গ্রামের মৃত্যু ছবের উদ্দিন ছেলে রফিকুল ইসলামের স্ত্রী।

ঘাতকরা হলে শেফালী খাতুনের আপন বড় দুই ভাই ও ভাবি ভেটুয়া জগন্নাথপুর গ্রামের আমির হোসেন(৫৫) পিতা মৃত্যু ময়েজউদ্দিন ছোট ভাই শিপন হোসেন (৫০) ভাবি মমতা খাতুন (৩৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এঘটনায় কাজিপুর উপজেলা নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ জানান মামলা করলেই ব্যবস্থা নিবে।

২৩ নভেম্বর শনিবার বিকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া জগন্নাথপির গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরগিরিশ ভেটুয়া জগন্নাথপুর গ্রামে শেফালী ও আপন দুই ভাই পাশাপাশি বসবাস করে।শেফালি খাতুন বন্ধকের জমিতে দুপুরের ভুট্টা চাষ করতে গেলে। ভাইয়েরা এসে বাঁধা দেয় ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শেফালী খাতুন তার আপন দুই ভাই ও ভাবির ভাই শিপন,আমির,মমতা তিনসহ অজ্ঞাত কয়েকজন বেড়ধর মারধর করেন।

চরগিরিশ ইউনিয়ন বাসিন্দা মোঃ মকবুল হোসেন জানান, ভাই বোন আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার বিভিন্ন নিয়মের সঙ্গে জড়িত আছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park