উপজেলা প্রতিনিধিঃ-
মো:মাহবুব হাসান আরমান
কলাপাড়ার মহিপুরে
বাবা ছেলেকে পিটিয়ে যখম করেন সন্ত্রাসীরা গটনা এ স্থানে গিয়ে জানা যায় জমিজমার জের দরে মঙ্গলবার দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে ডুকে সোলাইমান হাওলাদার পিতা মৃত আব্দুর রাজ্জাক হাওলাদার ও তার চাচাতো ভাই দুলাল হাওলাদার পিতা মৃত আব্দুস সাত্তার হাওলাদার । আবুল হোসেন হাওলাদের বাড়িতে ডুকে উরাধুরা মারধর করেন এবং হাতুড়ি ও লাটি সোটা দিয়া বাড়িঘর ভাঙচুর করেন সন্ত্রাসীরা এবং তার ছেলে আল আমিন কে অনেক মারধর করেন এবং প্রান নাশের হুমকি দেন এ সময় এস্থানিয়ারা আসলে সন্তাসিরা পালিয়ে যায় । এ সময় আবুল হোসেনের স্ত্রী বলেন আমাদের ঘড়ে ডুকে সোলাইমান লকার ভেঙে মহিষ বিক্রির ১৫০০০০ হাজার টাকা ও আলাদা তিন চার হাজার টাকার মতো লুট করে এবং আমার সন্নের চেইন ও হাতের এক জোড়া রুলি নিয়ে যান। এ ঘটনার পরে মহিপুর থানায় কল কারর পরে গঠনা এস্থানে এস আই জিয়াউর রহমান গিয়ে তাদেরকে উদ্ধার করে তত নগদ কুয়াকাটা তুলাতুলী ২০ শয্য হসপিটালে পাঠান পরে ডাক্তারেরা রোগী অবস্থা মারাত্মক দেখে ওখান থেকে দ্রুত পটুয়াখালীর উদ্দেশ্যে রেফারেন্স করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান