নুর আলাম বিপ্লব (নোয়াখালী)
নোয়াখালী কবিরহাট উপজেলার স্বাস্থ্য সহকারি আল-আমীনকে ৪৮ ঘন্টার মধ্যে অন্যএ সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা, তারা তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিয়ে নোয়াখালী জেলা সিভিলসার্জন ডাঃ মোহাম্মদ মাসুম ইফতেখার এর নিকট লিখিত অভিযোগ হস্তান্তর করেন। তিনি বলেন ১৮ আগস্ট আমাদের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন আলামিন ইপিআই( টিকার) দায়িত্বে আছে, তার কোন অনিয়ম আমার চোখে পড়ে নাই, সে পরিস্থিতির শিকার। আলআমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।