1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

কবিরহাট প্রেসক্লাবের উদ্যােগে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

নুর আলাম বিপ্লব নোয়াখালী::
নোয়াখালী কবিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে তিনশত ফলজ,বনজ ঔষধি গাছের চারা বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা ,ও সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়, ৪ ঠা অক্টোবর ( মঙ্গলবার) বিকেল ৪টায় কবিরহাট উপজেলা অডিটোরিয়ামে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, কবিরহাট প্রেস ক্লাবের সভাপতি পৌর মেয়র জহিরুল হক রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক, বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন মিরন,এ,এসএম ফারুক, সাংবাদিক মোঃ রুবেল। এ সময় আরো উপস্থিত ছিলেন ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কবির হাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব। এ সময় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ১ কোটি গাছ কাটা হলে তিন কোটি গাছের চারা লাগানো হচ্ছে, আমাদের দেশে ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলে ও বর্তমানে ১৭ % বনোভুমি হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার জন্য অক্সিজেন পাওয়ার জন্য গাছ লাগিয়ে সবুজ বনায়ন করতে হবে। একটি গাছ একটি মানুষের প্রাণ, গ্রীন হাউজ বিপর্যয় হতে রক্ষা পেতে হলে আমাদের সবুজ বনভূমির বিস্তার করতে হবে। পৃথিবীর দুই মেরুতে আজ বরফ গলে গাছের চারা দেখা যাচ্ছে, বাংলাদেশ যেই এলাকায় বনভূমি বেশি সেই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ কম। আজ আমরা বিভিন্ন নার্সারি থেকে ফলের চারা ক্রয় করে বাড়ির আঙিনায় ফল গাছ রোপন করে, বিশুদ্ধ ফল খাচ্ছি। বক্তারা কবিরহাট প্রেসক্লাবকে গাছের চারা বিতরণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং কবিরহাট প্রেসক্লাবের সাবেক সম্পাদক মৃত এস এম ফারুকের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।।।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park