--- নুর আলাম বিপ্লব নোয়াখালী --
সরকারের অনুমোদন প্রাপ্ত ( ইন নাম্বার পাওয়া ) কবিরহাট কেজি এন্ড আইডিয়াল হাই স্কুল। দীর্ঘ দিন তারা সরকারি নিয়ম নীতি না মেনে নিজ ইচ্ছামত অর্থ নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করে, ষষ্ঠ শ্রেণীতে একজন ছাত্র/ ছাত্রী ভর্তি নেওয়া হয় ২৬০০ টাকা , কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নেওয়া হয় ১২০০ টাকা,পৌর সভার বাহিরে চাপরাশিরহাট বেগম শাহানারা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হচ্ছে মাত্র ৫০০ টাকা। ভর্তির এই বৈষম্যের ব্যাপার কবিরহাট কেজি এন্ড আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, আমদের স্কুল পাঠদানের অনুমতি পেয়েছি, শিক্ষকেরা এখনো জাতীয়করন হয় নাই, তাই ভর্তিতে শিক্ষকদের বেতনের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছি। কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জমান বলেন পৌরসভার প্রতিষ্ঠান হওয়ায় এক হাজার টাকা সেশন ফ্রি নিতে পারে, অতিরিক্ত টাকা কেন নিচ্ছে তাহা আমার বোধগম্য নহে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত দেবনাথ বলেন ভর্তির অতিরিক্ত ফ্রি কেন নেওয়া হচ্ছে, তাহা আমি সরো জমিনে গিয়ে দেখবো।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান