1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

কবিরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

নুর আলাম বিপ্লব (নোয়াখালী জেলা প্রতিনিধি)
নোয়াখালী কবিরহাট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, ৩০শে নভেম্বর( বৃহস্পতিবার) উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)ফাতিমা সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়, সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন, কবিরহাট উপজেলায় সরকারি গুদাম না থাকায় টিসিবির পন্য রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, বিভিন্ন বাজারের যানজট নিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও বিভিন্ন কার্যকর পদক্ষেপ তুলে ধরা হয়,সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ডিজিটাল যুগে এখন অনিয়মগুলো অধিকাংশে বন্ধ হয়ে গেছে, প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে, হরতাল অবরোধের মাঝে ও কবিরহাট উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাঝে আছে, সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার( ভূমি) অমিত দেবনাথ, কবিরহাট থানার তদন্ত ওসি হেলাল উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম, প্রেসক্লাবের সম্পাদক( ভাঃ) নুর আলাম বিপ্লব, ঘোষবাগ ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন, মুক্তিযোদ্ধা নাজির আহমদ, শাহজাহান, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহি দুজ্জামান , সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park