1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইতালি মহানগর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে পুলিশ দেখে পালালেন মাদক ব্যবসায়ী ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে নামেই ভেটেরিনারি হাসপাতাল, চিকিৎসা সেবা নেই কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত ইতালিতে আওয়ামী লীগের বিজয় দিবস পালিত ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ আটক -১ ঢাকায় অপহৃত দুই বোনকে দশমিনা থেকে উদ্ধার কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

কবিরহাট উপজেলায় চাপরাশিরহাটে নৈশপ্রহরী হত্যা ও স্বর্ণের দোকান ডাকাতি মামলার ৭ ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

নুর আলাম বিপ্লব নোয়াখালী –
৮ ই ডিসেম্বর শুক্রবার রাত তিনটায় চাপরাশিরহাট বাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়, ১০/১৫ জনের একটি ডাকাত দল রাত তিটায় চাপরাশিরহাট বাজারে প্রবেশ করে, নৈশ প্রহরিদের হাত- পা বেধে ২ ঘন্টা ব্যাপী ডাকাতি করে, এ সময় ডাকাত দলকে বাধা প্রধানকারী নৈশ প্রহরী শহীদ উল্লার মাথায় আঘাত করে যার ফলশ্রুতিতে শহীদুল্লাহ মারা যায়, এ হত্যাসহ ডাকাতির ঘটনায় কবিরহাট থানায় পেনাল কোড ৩৯৬ ধারায় একটি মামলা রজু করা হয়,নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম (বার)) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোতাহিন বিল্লাহ, ও বেগমগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব ওসি কবিরহাট থানা রফিকুল ইসলাম এর সমন্বয়ে একটি বিশেষ টিম কাজ করে, নাজমুল হাসান রাজীব এর নেতৃত্বেওসি ডিবি নোয়াখালী এস আই ফিরোজ গোপন সংবাদের ভিওিতে ডাকাতদের বহনকারী পিকাপ এর চালাক নোমান কে লক্ষীপুর জেলার কমলনগর থেকে গ্রেফতার করে, নোমানের দেওয়া তথ্য মতে অন্য চার জন ডাকাত ও সহযোগী ২ জন স্বর্ণ ব্যবসায়ী কে গ্রেফতার করে, তাদের কাছে ডাকাতি কৃত ৬০ ভরি স্বর্ণ ১৬০ ভরি রৌপ্য নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে, , আটককৃত আসামীরা হলো ১, নোমান ৩৫ পিতা মৃত শহীদ উল্লা সাং চরপাগলা ইউনিয়ন তোরাবগনন্জ থানা কমলনগর জেলা নোয়াখালী ২ শাহাদাত ৩৩ পিতা মৃত আবদুল রহিম সাং জগজীবন পুুর থানা সোনাইমুড়ী জেলা নোয়াখালী ৩ সাদ্দাম হোসেন পিতা সোলাইমান সাং হাজি বাড়ি বজরা ইউনিয়ন থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালী ৪ সালা উদ্দিন পিতা৷ মৃত ওলি উল্লা সাংচৈামুহনী পৌর সভা থাানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী, ৫ মিজানুর রহমান পিতা মোহাম্মদ শহিদ সাং জৈনতপুর কবিরহাট পৌর সভা থানা কবিরহাট জেলা নোয়াখালী, ৬ মোহাম্মদ সুজন পিতা মোহাম্মদ মোরশেদ সাং চর মাটিন থানা কমলনগর জেলা নোয়াখালী, ৭ কৃষ্ণ কমল সরকার ৩২ পিতা সুভাষ চন্দ সরকার,সাং কৃষ্ণপুর থানা হাইমচর জেলা চাঁদপুর, ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় আসামীদেরকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরন করা হয়, নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম( বার ) ১১ টায় তার কার্যালয়ে ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্ত এইসব তথ্য সাংবাদিকদের ব্রিফিং করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park