নুর আলাম বিপ্লব-জেলা প্রতিনিধি:-
চাপরাশিরহাট বাজার নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের মানুষে
ব্যবসায়িক প্রাণকেন্দ্র, এই বাজারে মাঝখান দিয়ে দক্ষিনে চরঅঞ্চলে মানুষের চলা চলের জন্য সংযোগ সড়ক ডাক্তার মুজিবুল হকরোড,। বাজারের মধ্যখান দিয়ে এই সড়কের অবস্থান হওয়ায় ব্যাংক বীমা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচল, দীর্ঘদিন এই রাস্তাটি ভেঙে আছে, একটু বৃষ্টি হলে পানি জমে যায়, সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে কোন গাড়ি যেতে বললে রাজি হয় না, দিনে দ্বিগুণ ভাড়া নিয়ে অটোরিকশা গুলো চলে, এই ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার ( এলজিডি) হরিপদ সাহা বলেন এখানে আমার কিছু করার নেই, উপজেলা চেয়ারম্যান অথবা স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুন, স্হানীয় ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু বলেন রাস্তাটা সংস্কারের জন্য চেষ্টা চলছে, সড়কের এই বেহাল অবস্থায় স্থানীয় জনগণ হতাশ, কিছুদিন পূর্বে কবিরহাট পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান উক্ত রাস্তার কিছু অংশ সংস্কার করে দেয়,অতি বৃষ্টিতে তাহা আবার নষ্ট হয়ে যায়, পাকা রাস্তা ভাংগা হওয়ায় রাতের বেলা হেঁটে যেতে মানুষ আতঙ্কে থাকে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান