নুর আলম বিপ্লব নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড বলিরবাড়ির আব্দুল হক ফকিরের ছেলে সাগরের স্ত্রী নাজমা আক্তার আজ১১ই জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল দশটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নাজমা আক্তার পিতৃ নিবাস ভোলা জেলায়। চার বছর আগে পারিবারিক সম্মতিতে গাড়ি চালক সাগরের সাথে নাজমার বিয়ে হয়। বিয়ের পর থেকে নাজমা কবিরহাট স্বামীর বাড়িতে বসবাস করে. তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে, স্থানীয় লোকজন জানায় নাজমা শান্ত স্বভাবের মেয়ে ছিল, তার শশুর ফকির মিয়া ও একই কথা বলেন ছেলের বউ শান্ত ছিল , তার শশুর চা দোকান করে শাশুড়ি তাকে সহযোগিতা করে ঘটনার সময় শশুর শাশুড়ি দুইজনে দোকানে ছিল, তারা অন্য লোক থেকে খবর পেয়ে , বাড়িতে এসে ঘরের ভিতর ছেলের বউয়ের ঝুলন্ত লাশ দেখতে পায় ,এবং থানায় খবর পাঠায়,কবিরহাট থানার পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে, নিহতের স্বামী গাড়ি চালক সাগর জানান সে গত কয়েকদিন এলাকায় ছিল না, স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে আজ দুপুরে বাড়িতে এসেছে, সাগর জানান গতকাল তাকে টেলিফোন করে নাজমা বাপের বাড়ি যেতে চেয়েছিল, আমি তাকে ফোনে বলেছি কয়েকদিন পরে যেতে, বাপের বাড়ি যাওয়া নিয়ে তার সাথে টেলিফোনে কথা কাটাকাটি হয়, এ বিষয়ে কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ২৫০ সয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ১,১১/২০২৪.
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান