নুর আলাম বিপ্লব ::
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় উত্তর সুন্দরপুর বাড়ি পুকুর পাড়ের উওরে আনু বক্স মিয়াজি বাড়ির মিয়াধনের ছেলে নুর আলাম( ৩০) আজ বেলা ৩ টায় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সাথে ঝোপের ভেতর গাব গাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, স্থানীয় সূত্রে জানা যায় নুর আলম একজন অটোচালক, সেই দীর্ঘদিন নেশার সাথে জড়িয়ে যায়, সেই নেশার কারণে আত্মহত্যা করে, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে,, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান