1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

কক্সবাজারে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে ৩২১টি মন্ডপ সজ্জিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত

নুরুল ইসলাম
জেলা প্রতিনিধি কক্সবাজার

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল মহাষষ্ঠীতে বেলতলায় দেবীর অধিষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারসহ সারা দেশে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। এ বছর কক্সবাজারে ৩২১টি মন্ডপ সাজানো হয়েছে। এর মধ্যে ১৫১টি প্রতিমা পূজা ও ১৭০টি ঘট পুজা। শহরের বিভিন্ন স্থানে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মন্ডপগুলো। দুর্গোৎসবকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, কক্সবাজারে ঝুঁকিপূর্ণ কোনও পূজামন্ডপ নেই। তবে গুজবকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মন্ডপে মন্ডপে বাড়ানো হয়েছে
সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের টহল। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। পুলিশের এডিশনাল এসপি জসিম উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কঠোর নিরাপত্তা রয়েছে। যাতে দুর্গাপূজার সময়ে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেকোনও ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতেও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর কক্সবাজারে ৩২১টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৫১টি প্রতিমা পূজা ও ১৭০টি ঘট পূজা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park