ফকর উদ্দিন(তহসিন)আমতলী প্রতিনিধি::
ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের একদিন ব্যাপী ট্রেনিং। সহযোগিতায়-প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প। আয়োজনে-উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল। উপজেলা: আমতলী, জেলা : বরগুনা।
পাঁচ বছরের প্রকল্পের আওতায় প্রতিমাসে ট্রেনিং হয় এতে দৈনিক ভাতা ২০০ টাকা দুপুরের খাবার ব্যবস্থা ও খাতা কলম সহ বিষয়ভিত্তিক নোটবুক দেয়া হয়। অনেক বেকার যুবকরা স্বাবলম্বী হয়েছে এই প্রকল্পের সহায়তা পেয়ে। এখানে কবুতর পালন গরু পালন হাঁস মুরগি পালন ইত্যাদির ট্রেনিং দেওয়া হয়।
আমতলী কবুতর পিজি ও লাইভস্টক ফার্মার্স ফিল্ড স্কুল এর মাধ্যমে ৩৬ জন বেকার যুবক বিভিন্নভাবে সহায়তা পাচ্ছে। এছাড়াও আরো বিভিন্ন ট্রেনিং চলমান। ট্রেনিং এর মাধ্যমে পশু পাখি পালনের রোগ সম্পর্কে, রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে পারে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা লাইভস্টক অফিসার ডাঃ নাজমুল হক,
উপজেলা লাইফ স্টক স্টেশন অফিসার রোকনুজ্জামান। ও আমতলী কবুতর পিজি লাইভ স্টক ফারমার্স ফিল্ড স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী মুহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক: গাজী মোহাম্মদ রুবেল সহ অন্যান্য সম্পাদক ও সকল সদস্যবৃন্দ।
লাইভস্টক ফার্মাসি স্কুলের প্রতিষ্ঠিত সভাপতি বলেন এখান থেকে সদস্যরা ট্রেনিং নিয়ে কবুতর পালন করে সেখান থেকে কবুতরের বাচ্চা ও ডিম পায়। তিনি আরো বলেন একজন আদর্শ কবুতর খামারি প্রতিমাসে ১০ থেকে ১২ হাজার টাকা ইনকাম করতে পারে এতে তাদের দৈনিক দুই সময় দিলেই যথেষ্ট ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান