জাহিদুল হাসান
উপজেলা প্রতিনিধি
(নাগরপুর)
ইসলাম একটি শান্তির ধর্ম।
সারা বাংলাদেশে শীতকালীন মৌসুমে তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন করে থাকেন ধর্ম প্রাণ মুসলিমরা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার
মামুদ নগর ইউনিয়নের শ্রীবড়টিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নকল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফতি আহসান হাবীব আরিফী। এই তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীবড়টিয়া গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ সাঈফুল ইসলাম।
এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি
জনাব মোঃ শরিফ উদ্দিন আরজু। জনাব শরিফ উদ্দিন আরজু গণমাধ্যমকে বলেন -দেশে ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জাতি আজ জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি স্বচ্ছ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া চান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে নিজেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন – দল যদি তাঁকে মনোনীত করে তাহলে জনগণের ভোটে সে বিপুল ভোটে বিজয় লাভ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, নাগরপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আহাম্মদ আলী রানা এবং নাগরপুর প্রেসক্লাবের সভাপতি,নাগরপুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় গুণীজন
জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বকুল সহ
স্হানীয় নেতৃবৃন্দ।