মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: রুহুল আমীন খান উজ্জ্বল।
রহমানিয়া দুঃস্থ কল্যাণ ও এতিমখানা মাধবপুর থানা বহড়া ইউনিয়ন সুন্দাদিল কাজী বাড়ি , মাধবপুর হবিগঞ্জ নিবন্ধন নং - হবি - ৯৮/৯৩ "" তারিখ: ১৭/০৫/৯৩ ইং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ক্যাপেটিশন গ্ৰান্ড প্রাপ্ত এতিম নিবাসী ২০ জন।
প্রতিষ্ঠাতা: পীরে কামিল আল্লামা কাজী বদিউল রহমান (রহঃ) প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল: মাওলানা কাজী আলাউদ্দিন আহমদ দস্তগীর, কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায় দায়িত্ব মাওলানা কাজী আলাউদ্দিন আহমদ দস্তগীর পালন করতেছেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল: আলাউদ্দিন আহমেদ দস্তগীর উনি মাসিক মিটিং সদস্য সংখ্যা জিজ্ঞেস করা হলে সমাজসেবা অফিসার উনার কাছে সব কাগজপত্র এবং হিসাব , তা কি করে সম্ভব একজন প্রতিষ্ঠাতা দায়িত্বশীল ব্যক্তি উনি হিসাবপত্র দেখাতে পারেনি নিজেকে ব্যস্ত বলে উড়িয়ে দিলে।
এই প্রতিষ্ঠানে আরো প্রমাণিত হলো এতিম ছাত্র ২০ জন উল্লেখ আছে কিন্তু বাস্তবে প্রমাণ পেলাম ০২ জন, বাকি ১৮ জন কোথায় ? ৩১ বছর পার হয়ে গেল প্রতিষ্ঠানের, সরকারের দেওয়া দোস্ত কল্যাণ এতিমদের টাকা প্রতি বৎসরে ৪,৮০,০০০ হাজার টাকা কোথায় যাচ্ছে তা ভাবার বিষয়। এতদিন যাবত আমাদের মাধবপুরের সমাজকল্যাণ অফিসার ইনচার্জ এর নজরে কি আসেনি আমরা কোথায় বাস করি।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি মূল রহস্য বের করা হোক এবং বিগত বৎসরের টাকাগুলো কোথায় গিয়েছে এর সাথে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনার হোক।
২০ জন এতিমদের রান্না করার মত রান্নাঘরে তেমন জিনিস পাওয়া যায়নি এতে প্রমাণ হলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নেই। মাধবপুর উপজেলা সমাজসেবা অফিসার ইনচার্জ আশরাফ আলী বলেন উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান