মাগুরা, মহম্মদপুর প্রতিনিধি::
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামে গত ২৩/১১/২০২৩ এ,এক নারী উদ্যোক্তা,
অরিন আক্তার লিনা ব্যাংক থেকে ৪ লক্ষ টাকার ঋণ নিয়ে প্রাই ১৭০০ শো বর্গ ফিট জমিতে এক তলা বাড়ির ছাদের উপর কোয়েল পাখির খামার তৌরি করেন। তিনি এই খামার থেকে দৈনিক প্রায় ৩০০০ হাজার টাকা লাভ করতেন এবং এই দিয়ে তার সংসার চালাতেন। উক্ত খামারে বিদ্যুৎতের লাইন মেরামতের জন্য তিনি স্থানীয় এক নন ইলেকট্রিশিয়ান ( মোঃশিমুল,বয়সঃ ২২)
তারা কাজ করান। তখন উক্ত নন ইলেকট্রিশিয়ান তাড়াহুড়ার বশে বিদ্যুৎতের মিটার থেকে কোন সেপ্টি ব্যবহার না করে ডাইরেক লাইন দিয়ে জায়। কাজ শেষ হওয়ার ২০ মিনিট পরেই উক্ত বিদ্যুৎ লাইনের হোল্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে, প্রায় ৮ হাজার কোয়েল পাখি সহ পাখির খামার পুড়ে ছাই!
প্রায়ই ৬ লক্ষ টাকার পাখিসহ পুরো খামার আগুনে হারিয়ে আজ সেই নারী উদ্যোক্তা অসহায়। তিনি মহম্মদপুর থানায় এ বিষয়ে একটি অভিযোগ ডাইরি করেন। অভিযোগের তদন্ত চলমান রয়েছে।