ফরিদপুর জেলার চরভদ্রাসনের হাজিডাঙ্গী নিবাসী পিতা:নুরুল হক মাতা:ফিরোজা বেগমের ঘর আলোকিত করে ২০০৫ সালে ২৭শে নভেম্বর রোজ সোমবার এই দিনে জন্মগ্রহন করেন জ্যোতি। অত্যান্ত গুনবতী ও মেধাবী বলে সকলের নয়নের মনি হয়ে পরিবারে বেশ প্রিয়। জ্ঞান-বিজ্ঞানের প্রতি তার আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে স্বপ্ন সাহিত্য নামে এক গবেষনা সংগঠনের সাথে জড়িত আছেন। তার বিচক্ষণতায় বন্ধু-বান্ধবের মাঝে তার যতেষ্ট গ্রহন যোগ্যতা রয়েছে। তিনি বর্তমানে বিশ্ব-বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, সকলের নিকট দোয়া প্রার্থী। তার জীবন আলোকিত হয়ে উঠুক প্রভুর কৃপায়।
জ্যোতির জন্যে নোভা’র কবিতা-
আমাদের অবস্থান একই-
ওই পাটখড়ি
পবনে বাতাসে যেনো
হেলি আর দুলি!
গুনবতী হে রমনী!
মায়া ভরা বদনখানি
তোমার কাজল রেখা আখি!
সোনালী কেশের বাকে
যেনো উন্মাদ হয়ে থাকি!
হে রক্তিম গগনের তারা!
তুমি আনন্দ, বেদনা-বিধুর
সময়ের হাসি,
আবির্ভাবে তুষ্ট হলো প্রকৃতি।
আগলে রেখো নিজেকে
পরম যত্ন মমতায়-
বুঝতে পারবে সময়ের তালে
প্রভু বীনে আপন কেহ নাই!