মোল্লা মনিরুজ্জামান মনির,
ইতালি থেকেঃ
প্রতি বছরের ন্যায় এবার ও ইতালিতে ফিডেন বাসী একটি আনন্দ ভ্রমণের আয়োজন করে।
গত শনিবার রাজধানী রোমের অদূরে অবস্থিত লাগো দি বলসেনা ছিল এই বছরের আনন্দ ভ্রমণের স্থান। দিন ব্যাপী এই আয়োজনটি একেবারে প্রাকৃতিক ও নির্মল পরিবেশে অনুষ্ঠিত হয়। যেখানে নারী পুরুষ শিশু ও কিশোরেরা ব্যতিক্রমী একটি দিন উৎযাপন করেন।
আয়োজনের বাড়তি আকর্ষণ ছিল নারীদের বালিশ খেলা এবং লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জহুরা ঈশিতা। আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের এই পারস্পরিক সম্পর্ক গুলো তুলে ধরতেই এই আয়োজন বললেন ব্যবস্থাপনা যারা ছিলেন!
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি সভাপতি লায়লা শাহ্, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম তালুকদার, বশির উদ্দিন, বিল্লাল হুসেন, কামরুন নাহার কাকন সহ রুমের আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনের বিশেষ সহযোগিতা করেছেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম। এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহীন মোল্লা, নজরুল ইসলাম, রুবেল, রোমান আকন, শায়ন মোল্লা, শহিদুল ইসলাম সহআরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান