মোল্লা মনিরুজ্জামান মনির ,,ইতালি প্রতিনিধিঃ
গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার সভাপতি
এইচ এম ফারদিন ইয়ামিন ও সাধারণ সম্পাদক
জনি আলম জনির নেতৃত্বে রাষ্ট্রদূতের সাথে প্রবাসীদের নানা সমম্যা ও সমাধাণ নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোমান জাননাহ,ইতালি শাখার উপদেষ্টা রুহুল আমিন তালুকদার,সহ সভাপতি ইউসুফ চোকদার
যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল আমিন সহ আরো অনেক নেতৃবৃন্দ। এ সময় রাষ্ট্রদূতের সাথে নেতাকর্মিদের প্রবাসী ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রদূত রফিকুল হককে এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
। আলোচনায় ইতালি প্রবাসী অধিকার পরিষদ নেতা কর্মিরা ১০ দফা দাবি নিয়ে সারক লিপি প্রদান করেন। দাবী গুলোর মধ্যে প্রবাস থেকে ভোটাধিকার ,দূতাবাসের পাসপোর্ট আবেদনের ওয়েভসাইট সব সময় উন্মুক্ত রাখা,প্রবাসীদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা প্রদান, প্রবাসীদের মৃত দেহ বিনা খরচে প্রেরন,রেমিটেন্স যোদ্ধাদের পেনশন ব্যবস্থা,বিমান বন্দরে হয়রানী বন্ধ,জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশধন করা সহ নানা দাবী তুলে ধরেন প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত রফিকুল হক তার বক্তব্য বলেন আপনাদের দাবী গুলো ঢাকায় প্রেরন করব। বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে যথেষ্ট আন্তরিক। ইতিমধ্যে বিমানবন্দর লাউঞ্জ বানানো হয়েছে।দূতাবাস সব সময় প্রবাসী বান্ধব ,ইতালির উল্লেখযোগ্য শহরগুলোতে পর্যায়ক্রমে কনস্যুলার সার্ভিস দেওয়া হবে। প্রবাসীর মরাদেহ যাতে বিনাখরচে বিমান বাংলাদেশ নেয় সে ব্যাপারে কথা বলব। সভায় দূতাবাসের কাউন্সিলর রিয়াদ আহমেদ,প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী,সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ প্রবাসী কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান