ফখরুদ্দিন তহসিন
আমতলী বরগুনা প্রতিনিধিঃ
"বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি" স্লোগানে বরগুনার আমতলী উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়
আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ মেলায় উপজেলার সনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরিকৃত প্রজেক্ট পরিদর্শন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইছা, বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার ও মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন আয়োজিত আজকের এ বিজ্ঞানমেলায় যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তারা হলো আমতলী সরকারি কলেজ, বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজ, ইউনুস আলী খান ডিগ্রি কলেজ, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমতলী সরকারী এ, কে মাধ্যমিক বিদ্যালয় ও আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যন্যরা
এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী উপজেলার অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, সহকারী শিক্ষক, উপজেলার অন্যন্য কর্মকর্তারা, শিক্ষার্থী, অবিভাবক ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান