ফখর উদ্দিন তহসিন(আমতলী উপজেলা প্রতিনিধি)
বরগুনার আমতলীতে মোঃ সজিব (২৩) পিতা: আবুল কালাম নামে এক অটো চালককে এলো পাথারি আঘাত করে একটি যাত্রীবাহি অটো,মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার এক নাম্বার ওয়ার্ড তুলার মিল সংলগ্ন দক্ষিণ পাশে আবাসিক এলাকার সড়কে এ ঘটনা ঘটে। অটো চালককে অজ্ঞান অবস্থায় স্থাণীয়রা রাস্তার পাশ থাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করে।
সজিবের পিতা আবুল কালাম বলেন,
১ নাম্বার ওয়ার্ডের তুলার মিল থেকে একটু দক্ষিনে আগালে পশ্চিম দিকে একটি রাস্তা ওই রাস্তায় সন্ধ্যা ছয়টার পরে তিনজন যাত্রী নিয়ে ফটো ড্রাইভার রাজিব তাদের গন্তব্য স্থানে পৌঁছে দিতে যাচ্ছিল, হঠাৎ-ই পিছন থেকে সজীবের মাথায় আঘাত করে দূবৃত্তদের একজন পরবর্তীতে তিনজনে বের হয় এলো পাথারি কিল ঘষি লাথি মারে অতঃপর তার মাথায় আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। তার অটো সাথে থাকা মোবাইল ও তার আয়ের টাকা নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়।
আমতলীতে অটো ছিনতাই মোবাইল ছিনতাই মোটরসাইকেল ছিনতাই সহ এরকম অসচৈতন মূলক ঘটনা প্রাই ঘটে থাকে, তাই এ ব্যাপারে প্রশাসনিক সহযোগিতা চায় সাধারন