'''
মো: সোহেল খান।
ভোলা জেলা প্রতিনিধি।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দৌলতখান বি এন পির নেতা কমীরা।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার এ রায় দেন।
ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন।এ বিষয়ে স্বস্তি প্রকাশ করে দৌলতখান পৌরসভা মুল দলের চেক্রেটারী জাকির হোসেন বাবুল আজ বলেন, এই রায়ে প্রমাণ হলো, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।
থানা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।
এ রায়ের পর সন্ধ্যার দৌলতখান বিএনপির কার্যালয়ের সামনে থেকে উত্তর মাতা সহিদ মিনার প্রযন্ত আনন্দমিছিল করেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,, সহ-সভাপতি নিজামউদ্দিন ভুইয়া
সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, সাবেক পলিন চেয়ারম্যান,সুমন খান,জুয়েল তালুকদার, সেচ্ছাসেবক দলের থানা আহবায়ক রাসেদ পাটোয়ারী, রিপন পাটোয়ারী, পাতা পাটোয়ারী , ফজলে রাব্বি সাগর, আবুল হাসনাত সুমন,মোসলেউদ্দিন হাং, থানা ছাএ দলের নেতা,সোহান, আব্বাস সিকদার,রাকিব পন্ডিত, মিঠু, জয়নগর -আবুল বসার
, চরখলিফা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, জাফর হাং, ফরহাদ,শরিফ হাং সহ বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান